RAM কি । RAM কিভাবে কাজ করে । RAM এর প্রকারভেদ
বর্তমানে কম্পিউটারের জটিল বিষয় গুলো নিয়ে আপনাদের জ্ঞান আছে কি না তা আমার জানা নাই । তবে আপনাদের সহজ ভাবে বুঝানো চেষ্টা করবো, RAM কি, RAM কম্পিউটারের কিভাবে কাজ করে, RAM বলতে কি বুঝায় ? তবে কিন্তু কম্পিউটারের কিছু সাধারণ বিষয় গুলোর উপর আপনাদের জ্ঞান রাখা দরকার । বর্তমান যুগ হচ্ছে টেকনোলজির যুগ । আধুনিক যুগে পৃথিবীর সকল ধরনের কাজ কম্পিউটারের হয়ে থাকে ।
আর তাই কম্পিউটারের সাধারণ বিষয়ের উপর যদি জ্ঞান আপনাদের মধ্যে না থাকে, তবে ব্যবপারটা আপনার জন্য ফিউচারে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে । তাই আমরা আজকে এই আর্টিকেলে কম্পিউটারের একটি অংশ এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো । আর সেই কম্পিউটারের জরুরি বা অনেক গুরুত্বপূর্ণ অংশ হল RAM |
আজকের আর্টিকেল থেকে আমরা জানতে পারবো RAM কি , RAM এর কাজ কি, RAM এবং ROM এর মধ্যে পার্থক কি, RAM এর কি কি প্রকারভেদ আছে এবং RAM এর প্রয়োজনীয়তা কম্পিউটারের কতগুরুত্বপূর্ণ তা আমরা জানতে পারবো ।
আরো পড়ুনঃ কম্পিউটার কি জানতে হলে দেখুন
আমাদের মনে রাখতে হবে, RAM বলতে কেবলমাত্র ডেক্সটপ কম্পিউটার বা ল্যাপটপ কম্পিউটারের RAM কে বোঝায় না । RAM যেভাবে আমাদের ডেক্সটপ কম্পিউটার এবং ল্যাপটপের জন্য প্রয়োজন ঠিক আমাদের স্মার্টফোন গুলোতেও RAM এর প্রয়োজনীতা অনেক । কেননা আমাদের স্মার্টফোন গুলো হচ্ছে একধরনের কম্পিউটারের ডিভাইজ । আমরা ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার এবং মোবাইল কেনার সময় RAM কতটুকু আছে তা আগে জিজ্ঞাসা করি । তাই আমরা ডেস্কটপ, ল্যাপটপ, স্মার্টফোন এর ক্ষেত্রে RAM এর পরিষেবা একই, চলুন তাই আমরা জেনে নি RAM কি ।
আমাদের মনে রাখতে হবে, RAM বলতে কেবলমাত্র ডেক্সটপ কম্পিউটার বা ল্যাপটপ কম্পিউটারের RAM কে বোঝায় না । RAM যেভাবে আমাদের ডেক্সটপ কম্পিউটার এবং ল্যাপটপের জন্য প্রয়োজন ঠিক আমাদের স্মার্টফোন গুলোতেও RAM এর প্রয়োজনীতা অনেক । কেননা আমাদের স্মার্টফোন গুলো হচ্ছে একধরনের কম্পিউটারের ডিভাইজ । আমরা ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার এবং মোবাইল কেনার সময় RAM কতটুকু আছে তা আগে জিজ্ঞাসা করি । তাই আমরা ডেস্কটপ, ল্যাপটপ, স্মার্টফোন এর ক্ষেত্রে RAM এর পরিষেবা একই, চলুন তাই আমরা জেনে নি RAM কি ।
আমাদের মনে রাখতে হবে, RAM বলতে কেবলমাত্র ডেক্সটপ কম্পিউটার বা ল্যাপটপ কম্পিউটারের RAM কে বোঝায় না । RAM যেভাবে আমাদের ডেক্সটপ কম্পিউটার এবং ল্যাপটপের জন্য প্রয়োজন ঠিক আমাদের স্মার্টফোন গুলোতেও RAM এর প্রয়োজনীতা অনেক । কেননা আমাদের স্মার্টফোন গুলো হচ্ছে একধরনের কম্পিউটারের ডিভাইজ । আমরা ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার এবং মোবাইল কেনার সময় RAM কতটুকু আছে তা আগে জিজ্ঞাসা করি । তাই আমরা ডেস্কটপ, ল্যাপটপ, স্মার্টফোন এর ক্ষেত্রে RAM এর পরিষেবা একই, চলুন তাই আমরা জেনে নি RAM কি ।
পোস্ট সূচিপত্রঃ
RAM কি
কম্পিউটারের র্যাম কি কাজ করে
- যখন আমরা কম্পিউটারকে কোনো কাজ দেই, সেই কাজের সঙ্গে জড়িত সকল ইনফরমেশন বা ডাটাসংরক্ষ করে RAM নিজের কাছে রেখে দেয় । তারপর RAM এর সাহায্যে সকল কম্পিউটারের অস্থায়ী ডাটা বা তথ্যগুলোকে, কম্পিউটারের প্রসেসর সহজে সংরক্ষন করে, কাজগুলো সম্পন্ন করে । এছাড়া RAM প্রসেসরের মধ্যে চলতে থাকা, এই ডাটা ও তথ্য গুলো আদান প্রদানের প্রক্রিয়া অনেক দ্রুততার সাথে চলতে থাকবে ।
- আপনার কম্পিউটার অথবা স্মার্টফোনে থাকা RAM যতবেশি উন্নতমানের ও অধিক ফ্রিকোয়েন্সির থাকবে, ততবেশি দ্রুততার সাথে এই ডাটা প্রসেসিং এর কাজ করে থাকে । আপনার ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার অথবা স্মার্টফোনে যদি RAM না থাকে আপনার কম্পিউটার কখনো ওপেন হবে না । কারণ, কম্পিউটার অথবা স্মার্টফোন চালু করার পরে, অপারেটিং সিস্টেম এর সঙ্গে জড়িত ডাটা ও তথ্য গুলো RAM মেমোরিতে সেভ হয় ।
- RAM এবং প্রসেসর এর মধ্যে চলতে থাকা এই ডাটা ও ইনফরমেশন গুলি আদান প্রদান প্রক্রিয়া অনেক দ্রুত গতিতে চলতে থাকবে ।
- তারপর ডাটা প্রসেসিং হওয়ার পর আমাদের কম্পিউটার বা মোবাইল বুট হয় বা চালু হয় । এই RAM মেমোরি থেকেই, যে কোনো কাজ সম্পন্ন করে থাকে ।
- র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আকার, গঠন, ক্ষমতা, দ্রুততা এবং স্থাপত্য হিসেবে আলাদা আলাদা হতে পারে ।
- RAM নিয়ে এই বিষয় গুলিতে ধ্যান দেওয়াটা অনেক জরুরি, যখন আপনি একটি কম্পিউটার ডিভাইস কেনার অথবা আপগ্রেড করার কথা ভাবছেন । উদাহরণস্বরূপ বলা যায়, আপনি যখন কম্পিউটার অথবা স্মার্টফোনে যেকোনো একটি অ্যাপ্লিকেশন ওপেন করলেন।ধরুন সেই অ্যাপ্লিকেশনটি হচ্ছে একটি ওয়েব ব্রাউজার ।
- আপনি অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করার সাথে সাথে সেই ওয়েব ব্রাউজার অ্যাপ্লিকেশানের সাথে জড়িত প্রত্যেকটি ডাটা এবং তথ্য ডিভাইসের র্যাম মেমোরিতে সেভ করে থাকে । তারপর কম্পিউটার র্যাম থেকেই অ্যাপ্লিকেশনটির ডাটা এবং তথ্যগুলোকে প্রসেসরে মাধ্যমে সংগ্রহ করে থাকে । এইবার প্রসেসর অর্থাৎ সিপিউ দ্বারা ডাটা বা তথ্যগুলোকে প্রসেস হয়ে যাওয়ার পর, আপনার কম্পিউটার অথবা স্মার্টফোনের সেই ওয়েব ব্রাউজার অ্যাপ্লিকেশনটি চালু হয়ে যাবে ।
- এখন আপনি ভাবতে পারেন, আপনি যখন কম্পিউটার ওপেন করেন অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করার সময় থেকে শুরু করে অ্যাপ্লিকেশান চালু হওয়া পর্যান্ত কতটুকু কাজ হয়ে যাচ্ছে ।কিন্তু আপনে চিন্তা করুন এই সকল কাজ কেবলমাত্র কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই সম্পূর্ণ হচ্ছে । তার কারন র্যাম ও প্রসেসরের মধ্যে হওয়া এই প্রক্রিয়া অনেক হাজার গুণ দ্রুততার সাথে সম্পন্ন হয় ।
কম্পিউটারের র্যাম কিভাবে কাজ করে
কম্পিউটার র্যামের প্রকারভেদ
কম্পিউটার, স্মার্টফোন র্যামের প্রকারভেদ
Static RAM (SRAM)
dynamic RAM (DRAM)
Synchronous Dynamic RAM (SDRAM)
Single Data Rate Synchronous Dynamic RAM(SDRAM)
Graphics Double Data Rate Synchronous Dynamic RAM (GDDR SDRAM)
র্যাম ও রমের মধ্যে পার্থ্যক
- সাধারণতভাবে বলতে গেলে, র্যান্ডম এক্সসেস মেমোরি র্যাম এবং রিড অনলি মেমোরি (রম মাঝে তেমন বিশেষ কোন পার্থ্যক নাই)। কেননা এই দুইটি হচ্ছে এমন এক মেমোরি ডিভাইস বা হার্ডওয়্যার সেখানে ডাটা ও তথ্য সেভ করে রাখা হয়।
- RAM হলো প্রাইমারি স্টোরেজ আর রম হলো সেকেন্ডারি স্টোরেজ।
- RAM এ সংরক্ষণকৃত ডাটা রেড ও হোয়াইট উভয়ই করা যায় তবে রম এবং সংরক্ষণকৃত ডাটা শুধু রেড করা যায়।
- RAM মেমোরি ব্যবহৃত হয় টেম্পোরারি স্টোরেজ হিসেবে কিন্তু রম মেমোরি ব্যবহৃত হয় পারমানেন্ট স্টোরেজ হিসেবে।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন