২০২২ সালে নগদ একাউন্ট খোলার নিয়ম - মোবাইলে নগদ একাউন্ট খোলার পদ্ধতি

 আপনি কি আপনার মোবাইলে নগদ একাউন্ট খোলার কথা ভাবছেন। আপনি কিভাবে নগদ একাউন্ট খোলার পদ্ধতি কি তা জানার চেষ্টা করছেন। আপনারা কিভাবে মোবাইলে নগদ একাউন্ট খুলবেন সে বিষয় নিয়ে আজকের আর্টিকেল সাজানো হল। তাহলে আর দেরি কি নগদ একাউন্ট খোলার পদ্ধতি সম্পর্কে জেনে আসি। আধুনিক যুগে তথ্য প্রযুক্তি এত বেশি আপডেট হয়েছে। সবক্ষেত্রে আপনি এখন সবকিছু খুব সহজে ঘরে বসে উপভোগ করতে পারেন। অনলাইনে আপনি শপিং করছেন তার টাকা দিতে পারবেন নগদের মাধ্যমে।


আবার হতে পারে খাবার অর্ডার অথবা মোবাইলে টাকা রিচার্জ ইত্যাদি নগদের মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন। আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন এই পোস্টটি নগদ নিয়ে। জ্বি হ্যাঁ, তাহলে চলুন জেনে নিই নগদ একাউন্ট খোলার নিয়ম এবং তার পদ্ধতি।

আরো পড়ুনঃ মোবাইল কেনার আগে আমাদের যা জানা প্রয়োজন ২০২২ সালে

নগদ একাউন্ট বর্তমানের টাকা লেনদেনর জন্য একটি জনপ্রিয় মাধ্যম। নগদ একাউন্ট ব্যবহার করা যেমন সহজ তেমনি নগদ একাউন্ট খোলাও সহজ। আপনি যদি মোবাইলে নগদ একাউন্ট খুলতে চান তাহলে আপনি যেকোন মোবাইল নাম্বার থেকে ডায়াল করুন *১৬৭# এ। 

তাহলে আমরা আজকের আর্টিকেলে দেখে নিই কিভাবে নগদ একাউন্ট খোলার পদ্ধতি। চলুন শুরু করার আগে দেখে নিই আজকের পোস্টে কি কি থাকবে।

পোস্টের সূচিপত্রঃ

মোবাইলে  নগদ একাউন্ট খোলার নিয়ম 

মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম বা নগদ একাউন্ট সম্পর্কে বিস্তারিত নিয়ে অনেকর প্রশ্ন থাকে। এখন আপনি দেখতে পাবেন অনেক জায়গায় টাকা লেনদেনের জন্য প্রয়োজন হয় নগদ একাউন্টের। এইজন্য হুট করে অনেকে বিপদে পড়ে যান কিভাবে নগদ একাউন্ট  খুলবেন বুঝতে পারেন না। আপনারা আশেপাশে লোকদের জিজ্ঞাসা করেন কিভাবে নগদ একাউন্ট খুলবেন। আপনারা আবার অনেকে নগদ একাউন্ট খোলার জন্য দোকানে চলে যান। কিন্তুু নগদ একাউন্ট খোলার পদ্ধতি খুবই সহজ এবং ঘরে বসে যেকোনো মুহূর্তে আপনি পারবেন নগদ একাউন্ট খুলতে। নগদ একাউন্ট খোলার নিয়ম গুলো ধাপে ধাপে উল্লেখ্য করা হল।

আপনি নগদ একাউন্ট খুলতে পারবেন দুই ভাবেঃ-

  • *১৬৭# ডায়াল করে
  • নগদ অ্যাপ ব্যবহার করে 

*১৬৭# ডায়াল করে মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম ঃ-

  • *১৬৭# ডায়াল করে নগদ একাউন্ট খোলার পদ্ধতি 
  • *১৬৭# ডায়াল করতে হবে। 
  • শর্তাবলি পড়ুন এবং সম্মতি জানিয়ে পিনসেট করুন ৪ ডিজিটের।
  • পুনরায় পিন দিয়ে  কনফার্ম করুম। 

যে বিষয়ে মুনাফা পেতে চান বেছে নিনঃ-

  • ক্যাশ আউট ঃ- ব্যবহার করে টাকা উত্তোলন করতে পারবেন।
  • সেন্টমানিঃ- আপনি এই অপশনের মাধ্যমে বিনা খরচে ভিন্ন নগদ একাউন্ট মানি সেন্ট করতে পারবেন।
  • মোবাইল রিচার্জঃ- আপনি এর মাধ্যমে  নিজের মোবাইল অথবা অন্য কারো মোবাইলে টাকা রিচার্জ করতে পারবেন। 
  • পেমেন্টঃ- আপনি এই অপশান ব্যবহার করে যে দোকানের নগদের মাধ্যমে পেমেন্ট করা যায় সে দোকানে গিয়ে আপনার বিল পেমেন্ট  করতে পারবেন। 
  • বিল পেঃ- আপনি এই অপশনটি ব্যবহার করে অনলাইনে বিল দেয়া যায় এরকম বিল পে করতে পারবেন। যেমনঃ- কারেন্ট বিল অথবা পানির বিল,  গ্যাস বিল ইত্যাদি পে করতে পারবেন।
  • মাই নগদঃ- এই অপশনের মাধ্যমে আপনি আপনার ব্যালেন্স চেক অথবা পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। 

এভাবে আপনি নগদ অ্যাপ ছাড়া *১৬৭# ডায়াল করে আপনি যেকোনো মোবাইল নাম্বার থেকে সহজে আপনি নগদ একাউন্ট খুলতে পারবেন। 

নগদ অ্যাপ ব্যবহার করে মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়মঃ-

আপনাদের যাদের কাছে  অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে তারা আরো সহজে নগদে একাউন্ট খুলতে পারবেন। আপনাদের মধ্যে যারা নগদ অ্যাপ দিয়ে  নগদ একাউন্ট খুলতে চাচ্ছেন তারা নিম্নের ধাপগুলো অনুসরণ করুনঃ-

  • আপনাকে গুগল প্লেস্টোর থেকে নগদ অ্যাপটি ডাউনলোড করতে হবে। 
  • অ্যাপ ইন্সটল করে প্রদত্ত নিয়মাবলি  অনুসরণ করতে হবে। 
  • ছবি তুলতে হবে নির্দেশানা অনুযায়ী। 
  • শর্তাবলী পড়তে।
  • মালিকের স্বাক্ষর যুক্ত করতে হবে।

আপনি যদি উপরে সব তথ্য নিয়ম অনুসরণ করে   নগদ অ্যাপে একাউন্ট খুলেন আপনার একাউন্ট নিমিষেই খুলে যাবে।

ব্যবহারকারীদের সুবিধা - নগদ একাউন্ট খোলার পদ্ধতি ঃ-

অফারঃ আপনি নগদ একাউন্ট  অফেন করে নগদে রয়েছে বিভিন্ন রকমের অফার। আপনি নগদের সকল অফার ব্যবহার করতে আপনাকে ভিজিট করতে হবে নগদের ওয়ের সাইডে।

চার্জঃঅন্যান্য মোবাইল ব্যাংকিং অ্যাপ এর তুলনায় নগদ অ্যাপে রয়েছে কম খরচের সুবিধা। নগদ অ্যাপে কমচার্জ দিয়ে আপনি টাকা লেনদেন করতে পারবেন। 

নগদ উদ্যােক্তা একাউন্ট খোলার নিয়ম - নগদে নিরাপত্তা

 নগদে নিরাপদ, বর্তমানে সবকিছু মধ্যে  রয়েছে অনিরাপত্তার হাতছানি। আমাদের আশেপাশে বিভিন্ন রকমের ঝামেলার কথা শুনা যায় যা অনিরাপত্তাজনক আপনি যখন নগদ একাউন্ট খুলবেন তখন আপনাকে পিনকোড ব্যবহার করতে হবে।

  • নগদ কর্তৃপক্ষ কখনো আপনার কাছে আপনার পিনকোড অথবা অটিপি জানতে চাইবেনা।
  • নগদ কর্তৃপক্ষ শুধু মাত্র দুটি নাম্বার  থেকে আপনার সাথে যোগাযোগ করবে। এগুলো হলোঃ- ১৬১৬৭ বা ০৯৬১৬১১৬৭।

আশা করি নগদ একাউন্ট খোলার নিয়ম নিয়ে আপনাদের কাছে  আর কোনো সংশয় নেই।  উপরের সব নিয়ম অনুসরণ করে আপনি নগদ একাউন্ট খুলতে পারবেন খুব সহজেই।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url